খুলনা বিভাগ

মোংলায় ট্রলারসহ ১৭ ভারতীয় জেলে আটক

আজাদুল হক, বাগেরহাট আজাদুল হক, বাগেরহাট | August 3, 2025

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ১৭ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত জেলে ও জব্দকৃত ট্রলারটি রোববার দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানা পুলিশ জানায়, আটককৃত ১৭ জেলের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা বিশখালী’র টহল দল শনিবার সন্ধ্যায় মোংলা সমুদ্রবন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় তারা বাংলাদেশের জলসীমায় ‘পারমিতা’ নামের একটি ভারতীয় ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে সেটিকে চ্যালেঞ্জ করে।

পরে নৌবাহিনীর সদস্যরা ট্রলারটি জব্দ করে এবং এতে থাকা ১৭ জন ভারতীয় জেলেকে আটক করে। রাতেই তাদের মোংলা নৌঘাঁটিতে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে তাদের মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্বাআলো/এস

Shadhin Alo