ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাত ৮টা ২০ মিনিটে তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।
মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে, ভাষণ দেওয়ার আগে প্রধান উপদেষ্টা আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ আয়োজনে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং অভ্যুত্থানে আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া, জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। ঐতিহাসিক এই দিনে তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।
স্বাআলো/এস