খুলনা বিভাগ

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

লিটন ঘোষ জয়, মাগুরা লিটন ঘোষ জয়, মাগুরা | August 9, 2025

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ‘মাগুরায় সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক আবু বাসার আখন্দ, মাগুরা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এইচ এন কামরুল ইসলাম, ওবায়দুর রহমান, এম ফেরদৌস রেজা, আব্দুল আজিজসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, “দেশে তথ্য প্রকাশের স্বাধীনতা ও সামগ্রিক পরিস্থিতি হতাশাজনক। গণ-অভ্যুত্থানের পর একটি অবাধ ও গণতান্ত্রিক সমাজ গঠনের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি।” তাঁরা দেশে ‘মব সংস্কৃতি’ ও ভয়ভীতি প্রদর্শনের অবসান ঘটিয়ে গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান, যা গণতন্ত্রকে শক্তিশালী করবে বলে তাঁরা উল্লেখ করেন।

বক্তারা নির্মমভাবে হত্যার শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং নিহত তুহিনের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

স্বাআলো/এস

Shadhin Alo