সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরো তিন নের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদ জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ৭৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৭৯৯ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে।
স্বাআলো/এস