আইন আদালত

চেক ডিজঅনার: চৌগাছার সাবেক মেয়র হিমেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | August 11, 2025

যশোরে চেক ডিজঅনার মামলায় চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে চেকের সমপরিমাণ এক কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

ন্যাশনাল ব্যাংক (পিএলসি) চৌগাছা শাখার দায়ের করা একটি মামলায় সম্প্রতি যশোরের একটি আদালত এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট বি. এম. জাফর আলতাফ।

অ্যাডভোকেট বিএম জাফর আলতাফ জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মোঃ নুর উদ্দীন আল মামুন হিমেল তার ইটভাটার ব্যবসার জন্য ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখা থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের কিছু অংশ পরিশোধ করলেও ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী থেকে যায়।

তিনি আরো বলেন, “ব্যাংকের পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়ার পরও তিনি ঋণের টাকা পরিশোধ করেননি। এক পর্যায়ে তিনি ব্যাংকে একটি চেক জমা দেন, কিন্তু তার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ টাকা আদায়ের জন্য যশোর জজ আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করে।” সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করা হয়, যেখানে আদালত হিমেলকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দেন।

এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তফা রহমান বলেন, “সাবেক মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেলের বিরুদ্ধে আমাদের দায়ের করা মামলার রায় হয়েছে। আদালত তাকে এক বছরের কারাদণ্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন।”

তিনি আরো জানান, রায় ঘোষণার পূর্বে হিমেলের পক্ষ থেকে ঋণের টাকা পরিশোধের জন্য অক্টোবর মাস পর্যন্ত সময় চেয়ে ব্যাংকে একটি আবেদন করা হয়েছিল। তবে সেই সময় বাড়ানোর ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্বাআলো/এস

Shadhin Alo