খুলনা বিভাগ

বেনাপোলে ১১ আসামি আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | August 11, 2025

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আটজন এবং নিয়মিত মামলার তিনজনসহ মোট ১১ জন আসামিকে আটক করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) পোর্ট থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন- মাসুদ (৪০), মোমিনুর (২১), সোয়েব আক্তার (২৮), মিয়ারাজ হোসেন (৩০), নজরুল, মাসুম শেখ (৩০), বাবু (৩০), আবু সাঈদ ব্যাপারী (২৬), রনি হোসেন (২৫), ইসমাইল হোসেন (২৬) ও তৌহিদুল ইসলাম (২৪)।

ওসি রাসেল মিয়া জানান, আটককৃতদের মধ্যে আটজন বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং বাকি তিনজনকে নিয়মিত মামলায় আটক করা হয়েছে। সোমবার তাদের পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo