বিনোদন

অনেক দিন ধরেই একসঙ্গে আছি: জয়া আহসান

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | August 11, 2025

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। ভালোবেসে মডেল ফয়সাল আহসানকে বিয়ে করার পর বিচ্ছেদ এবং তারপর থেকে তার একাকী জীবন—সবকিছু নিয়েই ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী জানালেন, তিনি একা নন। দীর্ঘদিনের এক সম্পর্কে রয়েছেন তিনি।

সম্প্রতি কলকাতার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসান তার প্রেম ও সম্পর্ক নিয়ে প্রথমবারের মতো এতটা খোলামেলা কথা বলেছেন। এতদিন যিনি বলে এসেছেন তার একমাত্র প্রেম অভিনয়, তিনিই এবার স্বীকার করলেন তার জীবনে অভিনয়ের বাইরেও বিশেষ একজন মানুষ আছেন।

সাক্ষাৎকারে সেই বিশেষ মানুষটির অস্তিত্ব স্বীকার করে জয়া বলেন, “মানুষ তো একা থাকতে পারে না; অবশ্যই আছে।”

তিনি জানান, সম্পর্কটি একদিন বা দুদিনের নয়। জয়ার কথায়, “আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর। যেকোনো সম্পর্কের আগে বন্ধুত্বটা জরুরি, যেন বন্ধু হয়েই থাকতে পারি; এটাই বড় বিষয়। সে আমার অনেক অত্যাচার সহ্য করে।”

ভক্তদের দীর্ঘদিনের কৌতূহল মেটাতে গিয়ে জয়া স্পষ্ট করেন, তার এই বিশেষ মানুষটি মিডিয়া জগতের কেউ নন। তিনি বলেন, “আমি সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়াতে চাইনি এবং সেই সিদ্ধান্তেই অটল থেকেছি। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ঘুরে বেড়াই, কলকাতায় এসে পড়ে আছি, কাজ করছি— এগুলো সে কিছু মনে করে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।”

সেই মানুষটির প্রশংসায় জয়া আরও বলেন, “সে অনেক শান্ত, আর সে জন্যই তাকে পছন্দ করেছি।”

তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসছেন জয়া? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, বিয়ের সিদ্ধান্ত এখনও নেননি। তার কথায়, “এটা আমি এখনই কিছু বলতে পারছি না, আমি জানি না কী হবে। তবে হ্যাঁ, বিয়ে করে একসঙ্গে থাকা— এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি বিয়ের সিদ্ধান্ত নেইনি। আসলে বিয়ে নিয়ে আমার একটা ভয় কাজ করে।”

উল্লেখ্য, জয়া আহসান এর আগে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই তার ব্যক্তিগত জীবন ও সম্পর্কের স্ট্যাটাস নিয়ে ভক্ত ও গণমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি হয়, যার অবসান ঘটলো তার এই স্বীকারোক্তির মাধ্যমে।

স্বাআলো/এস

Shadhin Alo