খুলনা বিভাগ

সাংবাদিক তুহিন হ‍ত‍্যা ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা রঘুনাথ খাঁ, সাতক্ষীরা | August 11, 2025

‎‎গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরার তালায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সাতক্ষীরার তালা প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক এমএ হাকিম, ফারুক হোসেন জোয়াদ্দার, এমএ ফয়সাল, গাজী সুলতান আহম্মেদ, এসএম লিয়াকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, জামায়াত নেতা শাহ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইঞ্জিনিয়ার মামুনসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, “গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন একজন সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন। সত্য ঘটনা তুলে ধরার কারণেই তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।” তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা দেশে চলমান দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসাথে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

স্বাআলো/এস

Shadhin Alo