বিনোদন

ফের আত্মহননের হুমকি দিলেন হিরো আলম

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | August 12, 2025

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম এবার আত্মহত্যার হুমকি দিয়েছেন। স্ত্রী রিয়া মনির ডিভোর্সের ঘোষণা মেনে নিতে না পেরে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই হুমকি দেন তিনি।

ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন, “তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলমের ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম।”

জানা গেছে, সম্প্রতি মডেল রিয়া মনি ও ম্যাক্স অভিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তোলেন হিরো আলম। তিনি একটি ফেসবুক লাইভে এসে তাদের বিরুদ্ধে কথা বলেন। এরই জেরে স্ত্রী রিয়া মনি তাকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিলে বিষয়টি মেনে নিতে পারছেন না তিনি।

এর আগেও রিয়া মনির সঙ্গে আলাদা থাকার কারণে আত্মহননের চেষ্টা করেছিলেন হিরো আলম। সে সময় তিনি বগুড়ার ধুনটে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে রিয়া মনি ছুটে যান এবং তারা পুনরায় একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে আবারও মনোমালিন্য দেখা দেয়।

এদিকে, রিয়া মনির অভিযোগ, হিরো আলম একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। তবে হিরো আলম এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। তার সর্বশেষ ফেসবুক পোস্টে অনলাইন জগতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

স্বাআলো/এস

Shadhin Alo