খুলনা বিভাগ

বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্য আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি | August 17, 2025

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের কাছে ইমিগ্রেশনের বহির্গমন বিভাগের জাল ফরম বিক্রি ও প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

রবিবার (১৭ আগস্ট) বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন চেকপোস্ট বাজারের ইউনুস মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা যাত্রীদের কাছে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে জাল ফরম সরবরাহ করছিলেন।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের আতিকুর রহমান, বড়আচড়া গ্রামের আলামিন শেখ, রহমতপুর গ্রামের আনোয়ার হোসেন এবং ভবেরবেড় গ্রামের রুবেল হোসেন।

বেনাপোল বন্দরের এপিবিএন ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, “যাত্রীদের কাছে ভারত গমনের বহির্গমন বিভাগের জাল ফরম সরবরাহের সময় প্রতারক চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। ভুক্তভোগী যাত্রীর মাধ্যমে আমরা জানতে পারি, তারা জোর করে অর্থ আদায় করে ইমিগ্রেশনের ওই জাল ফরম সরবরাহ করছিল।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “আমি শুনেছি ইমিগ্রেশনের বহির্গমন ফরম জালিয়াত চক্রের চার সদস্যকে এপিবিএন সদস্যরা আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে।”

তিনি আরো স্পষ্ট করে বলেন, “এখন ভারত গমনে বহির্গমন বিভাগের কোনো ফরম পূরণ করার প্রয়োজন হয় না। যাত্রীদের সুবিধার্থে ডেস্ক অফিসাররাই তাদের পাসপোর্ট দেখে নির্ভুলভাবে সরাসরি অনলাইনে তথ্য পূরণ করে থাকেন। একটি প্রতারক চক্র যাত্রীদের অজ্ঞতার সুযোগ নিয়ে এই অপকর্ম চালিয়ে আসছিল।”

স্বাআলো/এস

Shadhin Alo