বিনোদন

এতো বড় ঝুঁকি কেউ এতো অল্প টাকায় নেয়: বাঁধন

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | August 17, 2025

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে পোস্ট দেওয়ায় একদল তারকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ নেওয়ার গুঞ্জন ওঠে। এই বিতর্কে এবার মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একটি ভুয়া ব্যাংক স্টেটমেন্ট ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি একে “একেবারেই হাস্যকর সার্কাস” বলে অভিহিত করেছেন।

সম্প্রতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শাকিব খান, জয়া আহসানসহ অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই একটি চক্র দাবি করে, তারকারা অর্থের বিনিময়ে এসব পোস্ট দিয়েছেন। দাবির সপক্ষে একটি ব্যাংক স্টেটমেন্টও ভাইরাল হয়, যা পরবর্তীতে ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘রিউমর স্ক্যানার বাংলাদেশ’ ভুয়া বলে শনাক্ত করে।

এই ন্যক্কারজনক গুজবের প্রতিক্রিয়ায় অভিনেত্রী বাঁধন তার ফেসবুক পোস্টে লেখেন, “শেখ মুজিবকে শ্রদ্ধা জানানোর ঘটনায় এমন ন্যক্কারজনক গুজব ছড়ানো দুঃখজনক। মানুষ কাকে সমর্থন করবে আর কাকে করবে না, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। কারও কণ্ঠরোধ করাটা আরেক ফ্যাসিবাদের জন্ম দেবে।”

বাঁধন তার বিরুদ্ধে ছড়ানো মিথ্যাচারের উদাহরণ টেনে বলেন, “কখনো বলা হলো আমি জুলাই বিদ্রোহে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ২০০ কোটি টাকা নিয়েছি, আবার এখন বলা হচ্ছে শেখ মুজিব নিয়ে পোস্ট করার জন্য ২০ হাজার টাকা পেয়েছি! এত বড় ঝুঁকি কেউ কি এত অল্প টাকায় নেয়? এটা একেবারেই হাস্যকর সার্কাস।”

তিনি আরও বলেন, “এখন আর মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়া ও গ্লোবালাইজেশনের যুগে মিথ্যা দিয়ে কাউকে আটকে রাখা যাবে না।”

নেতৃত্বের সংজ্ঞা দিতে গিয়ে এই অভিনেত্রী যোগ করেন, “একজন প্রকৃত নেতা মানুষকে নিয়ন্ত্রণ করেন না, অনুপ্রাণিত করেন। অপবাদ ছড়ান না, বরং বিশ্বাস গড়ে তোলেন। তাই ক্ষমতার ভ্রম ছেড়ে দিন। মানুষকে পুতুলের মতো নাচানোর দিন শেষ।”

পোস্টের শেষে গুজব রটনাকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বাঁধন বলেন, “একজন প্রকৃত মানুষ হোন। না হলে, শেখ হাসিনার আরেকটি ব্যর্থ কপি হয়ে থাকবেন এবং সেই ট্র্যাজেডির সিক্যুয়াল কারও দরকার নেই।”

স্বাআলো/এস

Shadhin Alo