খুলনা বিভাগ

নড়াইলে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল জেলা প্রতিনিধি, নড়াইল | August 17, 2025

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে বড়দিয়া নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তপন নন্দী বলেন, “ধারণা করা হচ্ছে, নারীর মৃত্যু ২-৩ দিন আগে হয়েছে। তার গলায় একটি কালো দাগ রয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।”

তিনি আরো জানান, নড়াইল জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করলেও লাশ পচে যাওয়ায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে, লাশের পারিবারিক পরিচয় না পাওয়ায় দাফনের জন্য রবিবার (১৭ আগস্ট) নড়াইল আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo