জাতীয়

রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ, ১৭ দিনে এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকা

ঢাকা অফিস ঢাকা অফিস | August 17, 2025

ঈদের পর প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৬১ কোটি ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রবিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, সরকারঘোষিত প্রণোদনা ও প্রবাসী আয় পাঠানোর পথ সহজ করায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আগস্টের প্রথম ১৭ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৩১ লাখ ৩০ হাজার ডলার এসেছে।

এর আগে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরজুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় আসে, যা তার আগের ২০২২-২৩ অর্থবছরের চেয়ে ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবছরের মার্চ মাসে দেশে রেকর্ড পরিমাণ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল কোনো একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

স্বাআলো/এস

Shadhin Alo