সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ২২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আইনপ্রয়োগকারী সংস্থাগুলো গত ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে রোববার (১৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ২১ হাজার ৯৯৭ জনের মধ্যে ১৩ হাজার ৪৩৪ জন আবাসন আইন, ৪ হাজার ৬৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৮৬৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিবৃতিতে আরও বলা হয়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১,৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপীয়, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া, অবৈধভাবে দেশ ছাড়ার সময় আরও ২৭ জনকে আটক করা হয়।
একই সময়ে, আইন লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দেওয়ার অভিযোগে ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২২ হাজার ৮৩৭ জন পুরুষ এবং ২ হাজার ৬০২ জন নারীসহ মোট ২৫ হাজার ৪৩৯ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ হাজার ৮৬১ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও প্রায় তিন হাজার জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকিদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তাকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। প্রায় সাড়ে তিন কোটি জনসংখ্যার দেশ সৌদি আরবে লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন এবং দেশটিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়।
স্বাআলো/এস