প্রথম দুই ম্যাচে রান পেলেও তৃতীয় ম্যাচে এসে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ ‘এ’ দলের টপ অর্ডার। একমাত্র ব্যতিক্রম ছিলেন আফিফ হোসেন। তার একার লড়াইয়ে দল একশ রানের গণ্ডি পার করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ডারউইনে পার্থ স্করচার্সের বিপক্ষে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা।
রোববার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পার্থ স্করচার্স।
এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটাররা একে একে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। দলের হয়ে একমাত্র লড়াই করেন আফিফ হোসেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে রাকিবুল হাসানের ব্যাট থেকে। বাকিদের ব্যর্থতায় দলের সংগ্রহ বড় হয়নি।
১২৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে পার্থ স্করচার্স কোনো সমস্যায় পড়েনি। বাংলাদেশি বোলাররা চেষ্টা করলেও নিয়মিত উইকেট তুলে নিতে ব্যর্থ হন। ফলে ২ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়ান দলটি।
স্বাআলো/এস