চট্রগ্রাম বিভাগ

নোয়াখালীতে অটোরিকশা চালককে হত্যা, আটক ২

জেলা প্রতিনিধি, নোয়াখালী জেলা প্রতিনিধি, নোয়াখালী | August 31, 2025

নোয়াখালীতে অটোরিকশা চালক রফিকুল ইসলামকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

নিহত রফিকুল ইসলাম বাগেরহাটের কচুয়া থানার বাসিন্দা হলেও ৪০ বছর ধরে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নে বসবাস করছিলেন।

তিনি একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন। গত ২৫ আগস্ট তিনি অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন এবং পরের দিন তার মরদেহ সুবর্ণচর উপজেলার নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে পাওয়া যায়। তার গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার চার দিন পর ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা উদ্ধার করে এবং দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের মনির হোসেন (৩৭) এবং একই গ্রামের লিটন (২৬)।

পুলিশের জিজ্ঞাসাবাদে মূলহোতা মনির স্বীকার করে যে, নিহত রফিকুল ইসলাম তার পূর্ব পরিচিত ছিলেন। সোমবার রাতে তারা রফিকুলকে কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে তার অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করে। রফিকুল তাদের পিছু নিলে তারা তাকে অটোরিকশায় করে ঘটনাস্থলে নিয়ে যায় এবং লিটনের সহযোগিতায় মনির তার গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তারা অটোরিকশা নিয়ে আত্মগোপনে চলে যায়। আসামিদের তথ্যমতে, ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত গামছা উদ্ধার করা হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীম মিয়া জানান, এ ঘটনায় প্রথমে তিনজনকে আটক করা হলেও রিপন নামে এক তরুণ হত্যাকাণ্ডে জড়িত না থাকায় তাকে ছেড়ে দেয়া হবে। অপর দুই আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo