নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউসার ইসলাম মারা যান। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একটি বেপরোয়া গতির মাইক্রোবাস চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় উঠতে থাকা আরোহী কাউসার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, কুমিল্লা থেকে চৌমুহনী পৌরসভাগামী একটি বেপরোয়া গতির মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার একজন যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পর চালক কৌশলে পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
স্বাআলো/এস