খুলনা বিভাগ

যশোরে নারী পকেটমার আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | August 31, 2025

যশোর জেনারেল হাসপাতালে চুরির সময় হাতে নাতে এক নারী পকেটমারকে আটক করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) হাসপাতালের আউটডোর বিভাগে এই ঘটনা ঘটে।

আটককৃত নারী শিউলি ঝিনাইদহের কালিগঞ্জ রেলস্টেশন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোর বিভাগে ডাক্তার দেখাতে এসেছিলেন মীর মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি। ওই নারী তার পাশে দাঁড়িয়ে কৌশলে তার প্যান্টের পকেট থেকে টাকা বের করে নেন। পাশেই থাকা এক ব্যক্তি বিষয়টি দেখে ফেলেন এবং তাকে হাতে নাতে ধরে ফেলেন।

দেখা যায়, শিউলি মীর মোশাররফের কাছ থেকে তিন হাজার ২২২ টাকা ছিনিয়ে নিয়েছিলেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ ওই নারীকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করছে।

স্বাআলো/এস

Shadhin Alo