ব্রেকিং নিউজ

বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | September 27, 2025

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি শিশুসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো ইমাদ পরিবহনের একটি বাস। বাসটি কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে এর সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিরো যে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তারা আহত অবস্থায় শিশু ও নারীসহ ৫ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকরা আরো দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত চারজনের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এখনো পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। `

স্বাআলো/এস

Shadhin Alo