খুলনা বিভাগ

খুলনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা ব্যুরো খুলনা ব্যুরো | September 27, 2025

খুলনার ট্যাংক রোড এলাকার একটি পরিত্যক্ত চারতলা ভবন থেকে আলামিন ওরফে সবুজ (৩৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সবুজ রূপসা উপজেলার পিঠাভোগ এলাকার সিরাজ মল্লিকের ছেলে। তবে তার এই মৃত্যু রহস্যজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে নগরীর ট্যাংক রোডের ৬৬ এমটি রোডে অবস্থিত ওই পরিত্যক্ত ভবনে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তিনি একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিয়ে তাকে না পেয়ে শুক্রবার খুলনার রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ওসি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিতভাবে বলা যাবে। `

স্বাআলো/এস

Shadhin Alo