জাতীয়

হজের খরচ কমলো

ঢাকা অফিস ঢাকা অফিস | September 28, 2025

অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। নতুন প্যাকেজ অনুযায়ী, ন্যূনতম ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা খরচ ধরে হজের একটি নতুন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বিমানভাড়া কমার কারণে আগামী বছর হজ পালনে চলতি বছরের তুলনায় খরচ কিছুটা কমবে বলে জানানো হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা সংক্রান্ত ব্রিফিংয়ে’ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই নতুন হজ প্যাকেজ ঘোষণা করেন।

নতুন প্যাকেজসহ এবার সরকারি ব্যবস্থাপনায় হজের মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ছিল।
২০২৬ সালের নতুন প্যাকেজগুলো নিম্নরূপ:

প্রথম প্যাকেজ: এই প্যাকেজে হাজীরা হারাম শরীফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা পাবেন। এটি হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ।

দ্বিতীয় প্যাকেজ: এই প্যাকেজটি প্রথম প্যাকেজের মতোই সুবিধা দেবে, তবে হারাম শরীফ থেকে আবাসন সুবিধা প্রায় ২ কিলোমিটারের মধ্যে থাকবে। ফলে এই প্যাকেজের খরচ প্রথমটির চেয়ে কিছুটা কম হবে।

তৃতীয় প্যাকেজ: এটি একটি সাশ্রয়ী প্যাকেজ, যেখানে আজিজিয়া এলাকায় আবাসন সুবিধা থাকবে। এই প্যাকেজের আনুমানিক খরচ হতে পারে প্রায় সাড়ে চার লাখ টাকা।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বিমানভাড়া কমার কারণে হাজীদের জন্য খরচ কিছুটা কমানো সম্ভব হয়েছে। সরকার হাজীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

স্বাআলো/এস

Shadhin Alo