বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো পরিবর্তন করতে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দলের নতুন লোগো প্রকাশ করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জামায়াতে ইসলামীর দলীয় সূত্র অনুযায়ী, দলটির বর্তমান প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ঠিক রেখেই নতুন লোগোটি তৈরি করা হতে পারে এবং এতে জাতীয় পতাকার আদলের কিছু বৈশিষ্ট্য যোগ করা হতে পারে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে একটি ঘটনাকে কেন্দ্র করে এই লোগো পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে। এদিন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের সময় প্রকাশিত ছবিতে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।”
তিনি আরো জানান, লোগো পরিবর্তনের বিষয়টি নিয়ে তাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে সেটি দলের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।
কেন লোগো পরিবর্তন করা হচ্ছে জানতে চাইলে মাওলানা আব্দুল হালিম বলেন, “আমাদের আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি। এটি বিভিন্ন গণমাধ্যমে ব্যবহার করা হতো।”
স্বাআলো/এস