খুলনা বিভাগ

বিজিবি হবে সীমান্তের আস্থা ও নিরাপত্তার প্রতীক: বিজিবির মহাপরিচালক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা রঘুনাথ খাঁ, সাতক্ষীরা | September 30, 2025

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, “বিজিবি হবে সীমান্তের আস্থা ও নিরাপত্তার প্রতীক।” সুন্দরবন সংলগ্ন ভারতীয় সীমান্তবর্তী উপকূলীয় জনপদে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বিজিবি ৫৬ লাখ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক সুপেয় পানি প্রকল্প বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের আওতায় সৌরচালিত গভীর নলকূপ, পানি বিশুদ্ধকরণ ইউনিট এবং সংরক্ষণ ট্যাংক স্থাপন করা হয়েছে, যা প্রতিদিন প্রায় ১০০০ পরিবারকে নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে।

মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুপেয় পানির প্রকল্পের উদ্বোধনকালে মহাপরিচালক এই কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “উপকূলীয় জনপদের বিশুদ্ধ পানির সংকট দূর করতে আমরা এই প্রকল্প হাতে নিয়েছি।” মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে উপকূলের মানুষ সুপেয় পানির সংকটে দিন কাটাচ্ছে। এখানকার মানুষ প্রধানত পুকুর ও বৃষ্টির অনিরাপদ পানি পান করে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দা সুকদেব মন্ডল, রবিলাতুন নেছা, আনোয়ারা খাতুন, খগেন্দ্রনাথ মিস্ত্রী এবং আজিজ সরদার এই প্রকল্পকে ‘বড় আশীর্বাদ’ হিসেবে বর্ণনা করেছেন। তারা বলেন, “আমাদের জন্ম থেকেই পানির কষ্ট ভোগ করছি। বিশুদ্ধ পানি পান করতে না পারার কারণে আমাদের ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ বিভিন্ন রোগ হচ্ছে। লবণাক্ত পানির কারণে আমরা দূরের পুকুর থেকে এবং পানি কিনে এনে খেতাম। এখন বাড়ির কাছেই বিশুদ্ধ পানি পাব, এটা আমাদের জন্য বড় আশীর্বাদ।”

এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূঁইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানির প্রকল্প উদ্বোধনের পর শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়াও শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।

স্বাআলো/এস

Shadhin Alo