জাতীয়

ভয়ংকর রূপে ডেঙ্গু, সেপ্টেম্বরে মৃত্যু ৭৬ জনের

ঢাকা অফিস ঢাকা অফিস | September 30, 2025

চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কেবল এই মাসেই ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি। এমনকি, বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও এই মাসেই হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই ৭৬ জন মারা গেছেন। অন্যান্য মাসে মৃত্যুর সংখ্যা ছিল: জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন। মার্চ মাস ছিল ডেঙ্গুমুক্ত। এরপর এপ্রিলে ৭ জন এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়। জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে শুরু করে, যেখানে ১৯ জনের মৃত্যু হয়। জুলাই মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১ জনে এবং আগস্টে ৩৯ জন মারা যান।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ৫৫৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৩৪২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন রোগী।

তবে আশার কথা, ৪৪ হাজার ৭৯৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। বিশেষ করে সেপ্টেম্বর মাসের উচ্চ মৃত্যুর হার গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo