খুলনার দৌলতপুর থানাধীন পশ্চিম পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে তানভীর হাসান শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে। এই ঘটনা মঙ্গলবার দিবাগত রাতে ঘটেছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শুভ তার নিজ ঘরের ফ্লোর বেডে ঘুমিয়ে ছিলেন। একই ঘরে তার আট বছর বয়সী ছোট ভাই সায়েম এবং তার মাও ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা ঘরের উত্তর পাশের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর রাতে তার ব্যক্তিগত রুমে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলেন। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার পরিবারের লোকজন গুলির শব্দ শুনে তার রুমে যান। প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন কানের হেডফোনের কারণেই হয়তো তার কোনো জখম হয়েছে। কিন্তু তাৎক্ষণিক তার পরিবারের সদস্যরা রুম থেকে তিনটি গুলির খোসা খুঁজে পান।
ভোর চারটার দিকে শুভকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে গুলি লেগেছে বলে নিশ্চিত করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় আনুমানিক সাড়ে ৭টার দিকে শুভ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা যান।
নিহত শুভর বাম পাঁজরে, হাতে এবং মাথায় তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
জানা যায়, তানভীর হাসান শুভ দীর্ঘদিন যাবত একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
স্বাআলো/এস