বিনোদন

বোরকা পরে হাসপাতালে পরীমনি

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | October 1, 2025

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব থাকেন। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও মুহূর্ত তিনি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন।

বর্তমানে পরীমনি তার দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য এবং মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও তিনি প্রায়ই সোশ্যালে পোস্ট করেন।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি পরীমনি তার দুই সন্তানকে নিয়ে টিকা দিতে হাসপাতালে ছুটে যান এবং সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

ভিডিওটিতে দেখা যায়, বোরকা পরে মুখ ঢেকে দুই সন্তানকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হচ্ছেন পরীমনি। গাড়িতে বসে সন্তানদের সঙ্গে তিনি খুনসুটি ও আনন্দময় কথা বলছেন। এরপর হাসপাতালে রাজ্য ও প্রিয়মকে টিকা দেওয়া হয়।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, “আজকে দুজনের ভ‍্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করেনি। বড়জনকে দেখেন কি করে।”

মুহূর্তের মধ্যেই ভিডিওটি পরীমনি ভক্ত এবং অনুরাগীদের মন কেড়ে নিয়েছে। বিশেষ করে, মুখ ঢেকে পরীর বোরকা পরা লুক সবার নজর কেড়েছে। মন্তব্যকারীদের অনেকেই তার এই লুকের প্রশংসা করছেন।

একজন অনুরাগী লিখেছেন, “মাশাআল্লাহ মাশাআল্লাহ পরীমনি আপু বোরকাতে খুব সুন্দর লাগছে।” অন্য একজনের মন্তব্য, “খুব সুন্দর হয়েছে ভিডিওটা, দেখে খুব ভালো লাগল, শুভকামনা রইল।” আরেকজন লিখেছেন, “হিজাব নিকাবে আরো বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।”

স্বাআলো/এস

Shadhin Alo