যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের বাওড় থেকে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক নিখোঁজ কৃষকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের বাওড়ে ভাসমান অবস্থায় কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান কঙ্কালটি উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা কঙ্কালটি প্রায় ৯-১০ মাস আগে নিখোঁজ হওয়া কৃষক আব্দুর রাজ্জাকের বলে শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক মাদক পাচারের সাথে জড়িত ছিলেন বলে এলাকায় পরিচিতি ছিল। এছাড়া তিনি পারিবারিক দ্বন্দ্বেও জড়িয়ে পড়েছিলেন। গত ডিসেম্বর মাসে তিনি অবৈধ পথে ভারতে গিয়েছিলেন বলেও পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এই দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় ছিলেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধারের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
স্বাআলো/এস