যশোর সদর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ে গোসল করতে নেমে খালাতো ভাই মুজাহিদ ইসলাম (৭) ও আপন (৮) ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। একইদিন সকালে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে নানা বাড়িতে পানিতে পড়ে মারা যায় তাওহীদ হাসান (৫)।
স্থানীয় সূত্র জানায়, সকালে মুজাহিদ ও আপন বাড়ির পাশে হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে তারা নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের তাওহীদ হাসান ইসলামপুর গ্রামের নানা বাড়িতে পানিতে পড়ে মারা যায়।
একই পরিবারের দুই শিশুসহ তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
স্বাআলো/এস