ব্রেকিং নিউজ

১৫ কর্মকর্তাকে হেফাজতে নিল সেনাবাহিনী

ঢাকা অফিস | October 12, 2025

ঢাকায় সেনা হেফাজতে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ জন সেনা কর্মকর্তা। তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআরে রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এসব তথ্য জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা–সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপ সম্পর্কে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, ‘যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। মোট ১৬ জনকে হেফাজতে আসার জন্য বলা হয়েছিল; ১৫ জন এসেছে।’

তিনি আরও জানান, চার্জশিট জমা পড়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। নিয়ম অনুযায়ী আইজিপির কাছে এটি পাঠানো হয়। সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বপ্রণোদিতভাবে কর্মকর্তাদের হেফাজতে আনছে। সেনা হেফাজতে রাখা হয় সংবেদনশীল কেসে অভিযোগিতদের নিরাপত্তা ও সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, ‘একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির ৯ অক্টোবর নির্দেশে সাড়া দেননি। পরে তার সঙ্গে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তিনি ৯ অক্টোবর সকালে আইনজীবীর সঙ্গে দেখা করতে বের হয়েছিলেন, কিন্তু পরে বাড়ি ফেরেননি এবং মোবাইলফোনে যোগাযোগ করা যাচ্ছিল না।’

‘এরপর আমরা তাকে ‘ইলিগ্যাল অ্যাবসেন্ট’ ঘোষণা করেছি। ডিজিএফআই, এনএসআই ও বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি দেশের বাইরে যেতে না পারেন। নেত্রকোণায় তার গ্রামের বাড়িতেও লোক পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

Shadhin Alo