খুলনা বিভাগ

যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | October 12, 2025

যশোরের বাহাদুরপুর ফিলিং স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাঈম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের কিসমত রাজাপুর গ্রামের সালাউদ্দিন বুলবুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম সকালে হেলমেট পরে তার পালসার মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। বাহাদুরপুর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত বাস বা ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo