খেলাধুলা

আবারো ব্যাটিং বিপর্যয়, আফগানিস্তানের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | October 12, 2025

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে আবারও ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ দল। ১৯১ রানের সহজ লক্ষ্য তাড়ায় নামলেও ৮১ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ হার নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ১৯০ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আফগানরা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ওমরজাইয়ের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন তিনি। এরপর রান আউট হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (৭)।

সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও (২৩ বলে ২২) তিনিও ফেরেন ওমরজাইয়ের বলে। দলীয় ৫০ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ—এবার উইকেটের শিকার হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৪)।

জাকের আলী ও তাওহিদ হৃদয় চেষ্টা করেছিলেন ইনিংস গুছিয়ে নেওয়ার। তবে হৃদয় রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন ২৪ রানে। এরপর আর কেউই দাঁড়াতে পারেননি। নুরুল হাসান সোহান (১৫), তানজিম হাসান সাকিব (০) ও জাকের আলী (১৮) ফেরার পর শেষ ভরসাও শেষ হয়। ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে রশিদ খান দারুণ বোলিং করেন— মাত্র ১৭ রানে নেন ৫ উইকেট। ওমরজাই শিকার করেন ৩টি উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ইনিংসের শুরুতে তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। তবে ওপেনার ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রেখে গড়ে তোলেন লড়াকু ইনিংস।

জাদরান ১৪০ বলে ৯৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা। তার ইনিংসেই আফগানিস্তান পৌঁছে যায় ১৯০ রানে।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট, আর তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

এ ম্যাচের পর সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। শেষ ম্যাচটি হবে আগামী সপ্তাহে, যা এখন বাংলাদেশের জন্য কেবলই মর্যাদা রক্ষার লড়াই।

স্বাআলো/এস

Shadhin Alo