জাতীয়

নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

ঢাকা অফিস ঢাকা অফিস | October 12, 2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠপর্যায়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে। এই নির্দেশনার বিস্তারিত খুব শিগগিরই মাঠ প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে। এর লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, যেখানে সকল পক্ষ সমান সুযোগ পাবে এবং প্রশাসন কোনো প্রকার রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করবে।

নির্বাচনকালীন সময়ে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নির্বাচনের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে অপরিহার্য।

এই খবরের সাথে মানানসই একটি ছবি তৈরি করতে চাইলে, যেমন একটি সংবাদ সম্মেলনের দৃশ্য বা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতীকী চিত্র, আমাকে জানাতে পারেন।

স্বাআলো/এস

Shadhin Alo