এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
গত ৯ অক্টোবর ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে হেরে যায় বাংলাদেশ। তাই এই ম্যাচ প্রতিশোধের সঙ্গে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। কেননা এই ম্যাচ হারলেই শেষ হয়ে যাবে বাংলাদেশের এশিয়া কাপের মূলপর্বে খেলার স্বপ্ন।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। আগের ম্যাচে তপু বর্মণ ইনজুরির জন্য দ্বিতীয়ার্ধে খেলেছিলেন। তপু তার জায়গা ফিরে পেয়েছেন পাশাাপশি অধিনায়কের আর্মব্যান্ডও।
গত ম্যাচে একাদশে খেলা সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম আজ নেই। একাদশে তিন পরিবর্তন আনলেও শুরুর একাদশে জায়গা হয়নি জামাল ভুঁইয়ার।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন, শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সামিত সোম, সোহেল রানা, রাকিব হোসেন।
স্বাআলো/এস