জাতীয়

সাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

ঢাকা অফিস ঢাকা অফিস | October 25, 2025

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর পরিপ্রেক্ষিতে দেশের সকল সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি প্রথমে সুস্পষ্ট লঘুচাপে এবং পরবর্তীতে একই এলাকায় (অক্ষাংশ ১০.৬° উত্তর ও দ্রাঘিমাংশ ৮৯.২° পূর্ব) নিম্নচাপে পরিণত হয়েছে।

তিনি আরো জানান, আজ সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৪৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,৩২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বর্তমানে উত্তাল রয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

এছাড়াও, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo