খেলাধুলা

বিশ্বকাপ চলাকালেই দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | October 25, 2025

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার টিম হোটেল থেকে একটি ক্যাফেতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যায় আকাশি রঙের জিন্স, সাদা শার্ট ও মাথায় টুপি পরা এক যুবক দুই খেলোয়াড়কে অনুসরণ করেন। পুলিশ জানায়, অভিযুক্তের নাম আকিল (২৮)। তার বিরুদ্ধে যৌন হয়রানি ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুসরণ করার দুইটি ধারায় মামলা করা হয়েছে। জানা গেছে, এর আগেও ফৌজদারি অপরাধে জড়িত ছিলেন তিনি।

ঘটনার পরপরই দুই খেলোয়াড় তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানান। সিমন্স স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় দ্রুত তাদের নিরাপদে হোটেলে ফিরিয়ে আনেন। পরে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই অস্ট্রেলীয় খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত জবানবন্দি নেন।

সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেল থেকে ক্যাফের পথে বাইকে করে যুবকটি তাদের অনুসরণ করছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই দুই ক্রিকেটারকে যৌন হয়রানি করে।

তিনি আরো জানান, এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, দুই খেলোয়াড় বর্তমানে চলমান আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছেন। এই ঘটনায় টিম অস্ট্রেলিয়া ও ক্রিকেট মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

স্বাআলো/এস

Shadhin Alo