কোনো কারণ ছাড়াই ৬৫০ টাকার বাসের টিকিট ৯০০ টাকা

ঢাকা অফিস: রাজধানীর জিগাতলার বাসিন্দা মারুফ হোসেনের গ্রামের বাড়ি ঝিনাইদহ। পরিবারের সঙ্গে ঈদ করতে তিনি ঢাকা ছাড়বেন ৮ এপ্রিল রাতে। গতকাল শুক্রবার দুপুরে বাসের টিকিটের খোঁজে তিনি যান সায়েদাবাদে।

প্রথমে গোল্ডেন লাইনের কাউন্টারে গিয়ে খোঁজ নিয়ে মারুফ জানতে পারেন, তারা এখনো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি। আগামী সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে টিকিটের নিয়মিত দামের চেয়ে ২৫০ টাকা বেশি দিতে হবে।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, ‘কোনো কারণ নাই।

ঈদ: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মানুষ টাকা নিয়ে টিকিটের জন্য দাঁড়ায়া থাকে, আর আপনে জিগান, কেনো বেশি দিতে হবে? দুই দিন পরে তো টিকিটই পাবেন না।’
পরে অবশ্য পূর্বাশা পরিবহনের বাসের টিকিট নিয়েছেন মারুফ। এখানে ৬৫০ টাকার টিকিটের জন্য তাঁকে ৮০০ টাকা দিতে হয়েছে। তাতেও তিনি খুশি।

তিনি বলছিলেন, ‘কপাল গুণে সহজে টিকিট পেয়েছি। গতবার টিকিটের জন্য অনেক কষ্ট করতে হয়েছে।’ মারুফ হোসেন বলেন, ‘প্রতিবছরই বেশি টাকা দিয়ে টিকিট নিতে হয়। কয়েক দিন পর এই টিকিটই ৩০০-৪০০ টাকা বেশি দিয়ে নিতে হবে।’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গতকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বিভিন্ন বাস কম্পানি।

ঈদ উপলক্ষ্যে রবিবার থেকে দুই শিফটে বিক্রি করা হবে ট্রেনের অগ্রিম টিকিট

এবার সবচেয়ে বেশি চাহিদা ৪ ও ৮ এপ্রিলের টিকিটের। এরই মধ্যে এই দুই দিনের টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন বাস কম্পানি। সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়া বাসের বেশির ভাগ এখনো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি।

গাবতলীর দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, বাসের অগ্রিম টিকিট গাবতলী ও কল্যাণপুরের কাউন্টার থেকে দেয়া হচ্ছে। এ ছাড়া কাউন্টারের ঝামেলা এড়াতে কিছু বাস কম্পানি শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে। শ্যামলী এন আর ট্রাভেলস এবং এস আর পরিবহনসহ আরো অনেকেই কাউন্টারের পাশাপাশি অনলাইনে টিকিট বিক্রি করছে। হানিফ এন্টারপ্রাইজ তাদের সব টিকিট এবার অনলাইনে বিক্রি করছে।

শ্যামলী এন আর ট্রাভেলসের সিনিয়র ম্যানেজার জানান, ঈদে তাঁদের ৩১টি নন এসি এবং ১৮টি এসি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গে চলাচল করবে। এর মধ্যে চার দিনের প্রায় ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি তারিখের টিকিট বিক্রি হয়েছে ১০ শতাংশর মতো।

তবে অগ্রিম টিকিট কাউন্টারে টিকিট কাটা যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ করা যায়নি। আগতদের বেশির ভাগেরই চাহিদা ৪, ৫, ৮ ও ৯ এপ্রিলের টিকিটের।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে পালিত হতে পারে ঈদুল ফিতর। সাপ্তাহিক ছুটি এবং পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে এবার পাঁচ-ছয় দিনের ছুটি মিলতে পারে ঈদে।

স্বাআলো/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...