Uncategorized

যশোরে কিশোরীকে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি, কারাগারে ইটভাটা শ্রমিক

| October 15, 2023

যশোরে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ বাবলু  (৫৬) নামে এক ইটভাটা শ্রমিককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার নরেন্দ্রপুর মোল্লাপাড়া থেকে তাকে আটক করা হয়।

এর আগে ভুক্তোভুগী কিশোরীর মা কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আটক মোহাম্মদ বাবলু ওই গ্রামের বাসিন্দা।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের আইসি উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, শনিবার দুপুর দুইটার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী বাড়ি থেকে বের হয় দোকান থেকে খাবার কিনে আনতে। দোকান থেকে ফিরে বাড়ি ফেরার পথে বাবলু ওই কিশোরীকে নরেন্দ্রপুর মোল্লাপাড়ায় একটি বাড়ির পাশে নিয়ে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় রাতেই বাবুলকে আটক করা হয়।

এদিকে তাকে আটকের পর রবিবার (১৫ অক্টোবর) আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বাবলু। জবানবন্দি শেষে বিচারক বাবলুকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply