চুয়াডাঙ্গায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার পাটাচোরা এবং সদর উপজেলার ঝাঁঝরি গ্রামে বজ্রাঘাতে আহাম্মেদ মল্লিক (৭০) ও রুবেল (৩০) নামের দুইজন কৃষক মারা গেছেন।
আহম্মেদ মল্লিক ওই গ্রামের মল্লিকপাড়ার খেদের মল্লিকের ছেলে এবং রুবেল ঝাঁঝরি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
শনিবার (১১ মে) দুর্ঘটনা দুইটি ঘটে।
পাটাচোরা গ্রামের বাসিন্দা উদ্যোক্তা শাহিন জানান, এদিন সকালে গ্রামের ইশেরগাড়ী মাঠ থেকে কাজ শেষে আহম্মেদ মল্লিক বাড়ি ফিরছিলেন। ওই সময় বজ্রাঘাতে তিনি মারাত্বকভাবে আহত হন। তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, বজ্রাঘাতপ্রাপ্ত আহম্মেদ মল্লিককে মৃত অবস্থায় এখানকার জরুরি বিভাগে আনা হয়েছিলো। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ তেকে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জানান, এদিন সকালে রুবেল মাঠে কাজ করতে গিয়েছিলো। বৃষ্টি ও বজ্রপাতের কারণে সে কাজ না করে মাঠ থেকে বাড়ি ফিরছিলো। এ সময় ঝাঁঝরি স্কুলের কাছে পৌঁছালে তার মাথায় বাজ পড়লে সে ঘটনাস্থলেই মারা যান।
স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...