বাগেরহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রাণী বিশ্বাস (৪৫) নিহত হয়েছেনঅ
বুধবার (২২ নভেম্বর) বাড়ি থেকে বাগেরহাট যাওয়ার পথে চিতলমারী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের দেপাড়া আড়ারখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লিপিকা রাণী জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও চরবানিয়ারী ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য।
বাগেরহাটে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, লিপিকা রাণী বুধবার চিতলমারী উপজেলা থেকে দেবর রঞ্জিতের মোটরসাইকেলে করে বাগেরহাট জেলা সদরে আসার পথে সদর উপজেলার কান্দাপাড়া বাজারের কাছে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ হাসপাতালে যায় এবং লাশের সুরতহাল করে।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘনায় নিহত ইউপি সদস্য লিপিকা রাণী বিশ্বাসের মরদেহ সদর হাসপাতালে রয়েছে আমরা লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর হবে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
স্বাআলো/এস