আজাদুল হক, বাগেরহাট: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাগেরহাট জেলা শহরে এবার বহুতলা ভবনে রুম ভাড়া নিয়ে জাল টাকা তৈরী শুরু করেছে প্রতারক চক্র।
এ সংবাদ গোপনে পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার (১৫ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ জাল টাকা, জাল টাকা তৈরীর মেশিন ও আরো পাঁচ লাখ টাকা তৈরীর সামগ্রীসহ এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতার জাল টাকা তৈরীর কারিগর ফয়সাল ইউনুস (৩৫) কচুয়া উপজেলার বারোদাড়ীয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, বাগেরহাট জেলা শহরের দশানী যদুনাথ কলেজিয়েট স্কুলের সামনে আব্দুল গফুর প্লাজা নামের ছয়তলা ভবনের ছয়তলায় একটি রুম ভাড়া নিয়ে ফয়সাল ইউনুস জাল টাকা তৈরী করছে।
এ খবর গোপনে পেয়ে শুক্রবার বিকেলে ওই ভবনের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফয়সাল ইউনুসকে হাতে-নাতে আটক করা হয়। এ সময় ওই রুম থেকে তৈরী কার প্রায় ১৫ লাখ টাকার জাল নোট, আরো পাঁচ লাখ জালনোট তৈরীর সামগ্রী ও জালনোট তৈরীর মেশিন উদ্ধার করা হয়। ভবন মালিক কামাল হোসেন বলেন, ফয়সাল ইউনুস গত চারমাস আগে আমার ভবনের ছয়তলায় একটিরুম নিয়েছে। তবে সে রুমে কি কাজ করতো তা আমি জানতাম না।
স্বাআলো/এসআর
