বিএনপির হরতালে বাধা দেয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিএনপির হরতালে বাধা দেয়াকে কেন্দ্রে করে জাহাঙ্গীর হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি নেতাকর্মীরা।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর হোসেন মারা যান।

নিহত জাহাঙ্গীর হোসেন (৫০) লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি সদরের গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

হরতাল চলাকালে বিআরটিসির বাস ও ট্রাকে আগুন

এর আগে সকালে হরতাল চলাকালীন জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজন বাধা দিলে তাদের ওপর আক্রমণ চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে জখম করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। একই সময় হরতাল বিরোধী শান্তি মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি বুড়িরবাজার মসজিদ এলাকায় আটকে দেয় পুলিশ। এ সময় বিএনপি অফিস থেকে আওয়ামী লীগ ও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজনের ওপর আক্রমণ চালায় বিএনপির কর্মীরা। পরে তারা জাহাঙ্গীর হোসেনকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আওয়ামী লীগের আরো দুই নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হরতাল ডেকে বিএনপি-জামায়াতের তাণ্ডব, একের পর এক বাসে আগুন

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর মেডিকেল কলেজে একজন মারা গেছেন এমন খবর শুনেছি। তবে এ বিষয় থানায় কেউ অভিযোগ দেয়নি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...