বাগেরহাটে গরু চোর চক্রের আরো ১ সদস্য আটক

বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে শেখ এনামুল (২৬) নামের আরো একজন গরু চোর আটক হয়েছে।

এ নিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের কবির কসাইসহ মোট চারজনকে আটক করা হলো।

গোপন খবরের ভিত্তিতে শনিবার (২৫ নভেম্বর) রাতে রামপাল উপজেলার মালিডাঙ্গা গ্রামের শেখ ওয়াজেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে চোর চক্রের সদস্য শেখ এনামুলকে আটক করা হয়। এর আগে সোমবার (২১ নভেম্বর) রাতে রামপাল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সদরের কবির খান ওরফে কবির কসাই (৫০), ঝনঝনিয়া গ্রামের জাহিদ শেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের জামাল শেখকে (৩২) চারটি চোরাই গরুসহ আটক করা হয়। এই চক্র দীর্ঘদিন ধরে আন্তঃজেলা গরু ছাগল চোরা কারবারি করে আসছিলো বলে জানা গেছে।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম রবিবার জানান, গত ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার চক্রের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপালে নিয়ে আসছিলো। আমাদের একটি টিম ওই চোর চক্রের সদস্যদের উপর নজর রাখে। এরপর গোপন খবরের ভিত্তিতে জানা যায় কবির কসাই কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাড়ির গোয়ালে এনে রাখেছে। পরে থানার এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ পুলিশ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের
বাসায় অভিযান চালিয়ে দুইটি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের তথ্য মতে উপজেলার ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরো দুইটি চোরাই গরুসহ আটক করা হয়।

তিনি জানান, এদের সাথে যারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। সাধারন মানুষের দীর্ঘদিনের সমস্যা গোয়াল থেকে গরু চুরি হয়ে যায়। এ সমস্যা চিরতরে নিসরন করতে গরু চোরদের আইনের আওতায় নিয়ে আসতে সার্বিক চেষ্টা পুলিশ করবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার, আটক ৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত বিশিষ্ট ব্যবসায়ী...

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীর মিত্র

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের...

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নোয়াখালীর...

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার...