বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু, পালবাড়ি থেকে চালক গ্রেফতার

খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় পুলিশ সদস্য শাহ আলমের মৃত্যুর ঘটনায় মামলায় চালক সাগর শেখকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৭ নভেম্বর) গভীর রাতে যশোরের পালবাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব-৬।

সাগর শেখ খুলনার খানজাহানআলী উপজেলার শিরোমনি বাসিন্দা।

র‌্যাব জানিয়েছে, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশ উপলক্ষে খুলনা জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ডিউটির জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ ইমরুল করিমের নেতৃত্বে কনস্টেবল শাহ আলমসহ ৫ জন সদস্য খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় টহল দিচ্ছিলো। রাতে ডিউটি শেষ করে কনস্টেবল শাহ আলম তার পরিচিত জুয়েল মিয়ার মোটরসাইকেল করে ও অন্যরা নিজেদের মোটরসাইকেল করে খুলনা জেলা গোয়েন্দা অফিসে ফেরার পথে ডুমুরিয়ার বরাতিয়া পৌঁছালে বিপরীত দিক হতে আসা বেপরোয়া গতির যাত্রীবাহী ইমাদ পরিবহন জুয়েলের মোটরসাইকেলটিকে সাজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পরে। এ সময় মোটরসাইকেল আরোহী কনস্টেবল শাহ আলম ও চালক জুয়েল মারাত্মক আহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল মুমূর্ষু তাদেরকে অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য শাহ আলমকে মৃত ঘোষণা করেন। খুলনার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং বাসটি আটক করতে সক্ষম হয়। কিন্তু বাসটির চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চালক, হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের পালবাড়ি থেকে চালক সাগর শেখকে আটক করে র‌্যাব-৬, খুলনার (সিপিসি-৩, যশোর ও স্পেশাল কোম্পানী) এর একটি যৌথ আভিযানিক দল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে  জানিয়েছে র‌্যাব।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...