জাতীয়

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

| October 16, 2023

জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে ঢাকায় সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আফরিন আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্রসচিব বলেন, র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আমাদের যে প্রচেষ্টা, সেটি অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে আইনজীবীর মাধ্যমে ইতোমধ্যে আমাদের প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

মাসুদ বিন মোমেন আরো বলেন, র‌্যাবকে সংস্কারের যে বিষয়গুলো আছে সেগুলো করতে সময় লাগবে। যদি কেস বাই কেস ভিত্তিতে (নিষেধাজ্ঞা) তুলে নেয়া হয়, তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরো বাড়বে এবং যে সহিংসতামুক্ত নির্বাচনের কথা বলা হচ্ছে, সে ক্ষেত্রে হয়তো ইতিবাচক ভূমিকা রাখবে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply