Uncategorized

যশোরে ট্রাকের ধাক্কায় ‍যুবক নিহত

| December 4, 2023

যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল হাকিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৩ ডিসেম্বর) মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় এ দুঘর্টনা ঘটে।

আব্দুল হাকিম মণিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, হাকিম দুর্বাডাঙ্গা বাজার অদূরে মোটরসাইকেল নিয়ে মেইন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply