আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া এলাকায় পানি সেচের মটরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাফিজুল খলিফা(৩২) নামের এক যুবক নিহত এবং জেলার কচুয়া উপজেলার দোবাড়ীয়া এলাকায় রাস্তার পাশ থেকে পিকলু শেখ(৬৫) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহত হাফিজুল খলিফা উপজেলার উত্তর সরালিয়া গ্রামের টুকু খলিফার ছেলে এবং পিকলু শেখ কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের রফিজ উদ্দিন শেখের ছেলে।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক (ডিআইও-১) সৈয়দ বাবুল আক্তার শুকবার (১৯ এপ্রিল) জানান, মোড়েলগঞ্জ পৌরসভাধিন উত্তর সরালিয়া এলাকার জনৈক জাকির হোসেন স্বপন তালুকদারের মাছের ঘেরে বৃহস্পতিবার বিকেলে বিদুৎ চালিত মটর দিয়ে দিয়ে পানি সেচ দিতে গিয়ে হাফিজুল খলিফা বিদুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে মোড়েলগঞ্জ থানার এসআই দেবেশে চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সুরতহাল করে। পরে মোড়েলগঞ্জ পৌরসভার মেয়রসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে নিহত হাফিজুল খলিফার লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমিত দেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। অপরদিকে কচুয়া উপজেলার দোবাড়ীয়া গ্রামের বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের খালের পাড় থেকে বৃহস্পতিবার সন্ধায় পিকুল শেখের মৃতদেহ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।
তার পরিবার জানায় পিকলু শেখ মানষিক ভারসাম্যহীন ব্যাক্তি। তিনদিন আগে সে বাড়ী থেকে বের হয়। বৃস্পতিবার স্থানীয়রা এবং ঘটনাস্থলের পাশের স-মিলের শ্রমিকরা পিকলু শেখ কে খালের পাড়ে পাড়ে থাকতে দেখে সকল কে খবর দেয়। এ খবর পেয়ে কচুয়া থানার পুলিশ এসে পিকলু শেখের মৃতদেহ উদ্ধার করে লাশের সুরতহাল করে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। পরবর্ত্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে। সকলেরই ধারনা প্রচন্ড তাপদাহে পিকলু শেখ হিটস্ট্রোকে মারা গেছেন।
স্বাআলো/এস