যাদের গাড়ি চালাতেন আবেদ আলী

ঢাকা অফিস: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার হয়েছেন সৈয়দ আবেদ আলী (জীবন)।

তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক বলে জানা গেছে। তবে পিএসসির কোন চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে পিএসসির দাবি, আবেদ আলী কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না।

তিনি চাকরি জীবনে পিএসসির তিনজন সদস্য এবং একজন যুগ্মসচিবের গাড়ি চালক ছিলেন।

পিএসসির প্রশাসন শাখা থেকে তথ্য আকারে বিষয়টি দেয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি বা বিবৃতি নয় বলে তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

আবেদ আলীর ত‌থ্যে তালিকা হচ্ছে সেই বিসিএস ক্যাডারদের

প্রশ্নফাঁসের অভিযোগে আবেদ আলীসহ ‌১৭ জনকে গ্রেফতার করে সিআইডি।

এদের মধ্যে আবেদ আলীসহ ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গতকাল মঙ্গলবার। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

পিএসসির দেয়া তথ্যানুযায়ী, চাকরি জীবনে আবেদ আলী পিএসসির সদস্য মজিবুর রহমান বিশ্বাস, মোজাম্মেল হক ও মোহাম্মদ হোসেন সেরনিয়াবাতের গাড়ি চালিয়েছেন। এ ছাড়া একজন যুগ্মসচিবের গাড়ি চালক ছিলেন তিনি। তবে যুগ্ম সচিবের নাম উল্লেখ করেনি পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, আবেদ আলী ১৯৯৭ সালে গাড়ি চালক হিসেবে পিএসসিতে যোগাদান করেন। এরপর তিনি তিনজনের গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ এর ৩(বি) এবং ৩(ডি) ধারায় আনীত অভিযোগসমূহ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে চাকরি হতে অপসারণ করা হয়।

ড্রাইভার আবেদকে নিয়ে যা বললেন পিএসসির সাবেক চেয়ারম্যান সাদিক

কর্ম কমিশনের তথ্য অনুযায়ী, ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ড. মুস্তফা চৌধুরী, তার গাড়ি চালক ছিলেন আলমগীর হোসেন।

আলমগীর পরবর্তী দুই চেয়ারম্যান অধ্যাপক ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম এবং ড. সাদত হুসাইনেরও গাড়ি চালক ছিলেন।

তারপর নিয়োগ পাওয়া ইকরাম আহমেদের গাড়ি চালক ছিলেন আবু বক্কর সিদ্দিক। এরপরের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের গাড়ি চালক ছিলেন মোট তিনজন।

তারা হলেন আবু বক্কর সিদ্দিক, শহিদ ও অনুত্তর চাকমা। এদের মধ্যে অনুত্তর চাকমা পিএসসির বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসাইনের গাড়ি চালক হিসেবে দায়িত্বরত আছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...