বাগেরহাটে র‌্যাবের অভিযান মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অভিযান চালিয়ে হান্নান শরীফ(৪৭) নামে মানব পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। হান্নান শরীফ উপজেলার রমপুর গ্রাম।

খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে রবিবার (৭ এপ্রিল) দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, দীর্ঘদিন ধরে একটি চক্র বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীদের বিভিন্ন কৌশলে বিদেশ পাচার করে আসছিলো।

গত ২০২২ এর ১৭ আগষ্ট একজন তরুনীকে ভালো পাত্রের কথা বলে বিয়ের প্রস্তাব দেয় চক্রটি। ভিকটিমের মা তাদের প্রস্তাবে রাজি হলে তাদের ঠিক করা পাত্রের সহিত মেয়ের বিবাহ দেয়। বিবাহের কিছুদিন পর চক্রটির পূর্ব পরিকল্পনা মোতাবেক ভালো চাকুরী কথা বলে প্রথমে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় যাওয়ার পর ভিকটিম এর মা তার মেয়ের সাথে ২/৩ বার যোগাযোগ করে। এর কিছুদিন পর ভিকটিম তার মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে পাচারকারী চক্রটির কাছে মেয়ের খোঁজ খবর জানতে চায়। চক্রটি ভিকটিমের মাকে কোন খোজ খবর না দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখায়।

পরবর্তীতে ভিকটিম তার খালাকে ফোন করে জানায় পাচারকারী চক্রটি তাকে ভারতে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে পতিতা বৃত্তি করার জন্য বিক্রি করে দিয়েছে। বিষয়টি জানার পর ভিকটিমের মা বাদী হয়ে উক্ত পাচার এর সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে খুলনা র‌্যাব-৬ (সদর কোম্পানি) একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এব জঘন্য ও ঘৃনীত পাচারের সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এক পর্যায়ে শনিবার রাতে হান্নান শরীফ কে গ্রেফতার করে। সে র‌্যাবের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে। পরে গ্রেফতারকৃত হান্নান শরীফ কে সিআইডি বাগেরহাট অফিসে হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...