জেলা প্রতিনিধি, নড়াইল: `বাল্য বিবাহ নিরোধ ঘন্টা ইনোভেশনের আওতায়’, আগে শিক্ষা পরে বিয়ে, মেয়ে ১৮ ছেলে ২১ পার হয়ে’, এ স্লোগানকে সামনে নিয়ে নড়াইল জেলাকে বাল্য বিবাহ মুক্তকরণের লক্ষ্যে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রী, অবিভাবকদের মাঝে ক্যাম্পেইন, লিফলেট বিতরণ এবং বাল্য বিবাহ বন্ধে রেড কার্ড তোলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জুন) নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদফতর নড়াইলের আয়োজনে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ও শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রী ও অবিভাবকদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেনের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত) সুমন কুমার মন্ডল, সরকারি কর্মকর্তা, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ও শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অবিভাবকগণসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস