নিজস্ব প্রতিবেদক: যশোরে আবুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি শ্যামল কুমার মজুমদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাব-৬ যশোরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের ১০ নভেম্বর আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১২৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
এই ঘটনায় র্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি নকিবুল আলম বেনাপোল পোর্টথানায় মামলা করেন। ২০১৭ সালের ৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার এই মামলায় আসামি আবুল হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এসময় আবুল হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেন।
স্বাআলো/এস